গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব জনাব মোঃ ফয়জুল ইসলাম ২২ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। বিভিন্ন সময়ে তিনি পরিকল্পনা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সামাজিক সুরক্ষা সংস্কার সংক্রান্ত প্রকল্পের প্রকল্প-পরিচালক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া জনাব ইসলাম জেনেভাস্থ বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র সচিবালয়ে টেক্সটাইল উইংয়ে ইকোনোমিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জনাব মোঃ ফয়জুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেট্সের উইলিয়ামস্ কলেজে অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতিতে উচ্চতর পর্যায় পর্যন্ত পড়াশুনা করেছেন। শুল্ক-ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ এবং শিল্প-প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নিয়ে তিনি উইলিয়ামস্ কলেজ, ইতালির সিয়েনা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নিয়োজিত ছিলেন।